গাজীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

0
1683
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ রেললাইনের শ্রীপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে (৬০) এক বৃদ্ধের হয়েছেন।

বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা ইজ্জতপুর এলাকায় থেকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের নাম পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৬০বছর। তার পরনে খয়েরি রঙের পাঞ্জাবি ও সবুজ সাদা চেক লুঙ্গি রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) এসএম রকিবুল হক জানান, বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকার ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন