গাজীপুরে ড্রেন থেকে অজ্ঞাত তরুনের লাশ উদ্ধার

0
1313
Print Friendly, PDF & Email

কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরের বাসন সড়ক এলাকার ড্রেন থেকে অজ্ঞাত এক তরুনের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, গাজীপুর মহানগরের বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মমনসিংহ মহাসড়কের পাশে পয়োনিষ্কাশন ড্রেনে ওই তরুনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তার পড়নে লুঙ্গি ও জেকেট রয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে শ^াসরোধ করে তাকে হত্যার পর মরদেহ দূর্বৃত্তরা ওই স্থানে ফেলে গেছে।

শেয়ার করুন