গাজীপুরে তিতাসের গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকান্ড

0
1639
Print Friendly, PDF & Email

কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় তিতাসের গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডে ৮টি বসতঘর এবং ৭টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার ভোরে গ্যাস লাইন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, নাওজোর এলাকায় হাজী মোস্তফা কামালের মালিকানাধীণ হাবিবুল্লাহ সুপার মার্কেটের সামনে গ্যাস পাইপের লিগ থেকে গ্যাস বের হচ্ছিল। ভোর পৌণে ৫টার টার দিকে সেখান থেকে আগুন লেগে পাশের মার্কেটে ও বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে হাজী মোস্তফা কামালের মালিকানাধীণ সেমিপাকা ৮টি বসতঘর এবং সংলগ্ন ৭টি দোকান ঘরের মালামাল পুড়ে যায়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেট আগুন থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানান তিনি।

শেয়ার করুন