ডেস্ক নিউজ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং নতুন যুক্ত হওয়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৩৬ ওয়ার্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ২৬ ফেব্রুয়ারি।
এখন পর্যন্ত ঢাকা উত্তরের মেয়র পদে আটজন, সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (১৪ জানুয়ারী) আগারগাঁওস্থ ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র নিয়েছেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৫ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল।