আলমগীর হোসেন : গাজীপুরের টঙ্গীতে ঈমানি জিন্দিগি, দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি কামনা করে রবিবার (১৪ জানুয়ারী) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
মোনাজাত চলাকালে সমবেত লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির কন্ঠে ‘হে আল্লাহ’, ‘ইয়া আল্লাহু’, ‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাগতীর।
ঢাকার কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জোবায়ের সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আখেরি মোনাজাত শুরু করেন। মোনাজাত চলে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত। দীর্ঘ ৩৫ মিনিট স্থায়ী এ আখেরি মোনাজাতে ধনী-গরিব, মালিক-শ্রমিক, শিশু-বৃদ্ধ নির্বিশেষে সকল বয়সের বিভিন্ন পেশার দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি আল্লাহর দরবারে দু হাত তুলে অনুনয়-বিনয় করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করেন।
আখেরি মোনাজাতে পথভ্রষ্ট বিশ্ব মুসলমানের সঠিক পথে চলার তওফিক, তাবলিগ কাজে সকল মুসলিমকে নিয়োজিত হওয়া, ইহকাল-পরকালের শান্তি কামনা করে পরম করুনাময় ও অসীম দয়ালু মহান আল্লাহর কাছে আকুতি-মিনতি করেন। এ সময় লাখ লাখ মুসল্লি আল্লাহর দরবাদে দুই হাত তুলে কান্নায় দু’চোঁখ ভেজায়।