কালিয়াকৈরে উদযাপিত হচ্ছে গোলাম হায়দার সৈয়দ আবু সাইদ মকযুম এর ৫৪তম ওরশ শরীফ

0
1636
Print Friendly, PDF & Email

আলমগীর হোসেন : গাজীপুরের কালিয়াকৈরে ভূলুয়া এলাকায় “ভূলুয়া দরবার শরীফে” মহা ধুমধামে উদযাপিত হচ্ছে গোলাম হায়দার সৈয়দ আবু সাইদ মকযুম এর ৫৪তম ওরশ শরীফ। পাঁচ দিনব্যাপী চলবে এ ওরশ। প্রতিবছর ওরশটি উদযাপন করতে সারা দেশ থেকে তার অনেক ভক্তবর্গ এখানে আসেন ।

জানাযায়, গোলাম হায়দার সৈয়দ আবু সাইদ মকযুম ছিলেন জেলার টঙ্গীর শাহ সৈয়দ আবু সাঈদ হায়দার মকযুম সাহেবের অন্যতম খলিফা। তিনি ২০০৯ সালে মৃত্যু বরণ করেন। এর আগে জীবিত কালে তিনি প্রতিবছরই এ ওরশ এর আয়োজন করতেন। তিনি মারা যাওয়ার পর থেকে উত্তরাধিকার শরি হিসেবে তার বড় ছেলে সৈয়দ মাসুদুল করিম বর্তমানে গদিনিশীল হিসেবে এই ওরশ উদযাপনের দায়িত্ব পালন করছেন।

এদিকে ওরশ শরীফকে ঘিরে জমে উঠেছে ওরশ মেলা। এ মেলায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষের ভীর লক্ষ্য করা গেছে। মেলায় মানুষের নিত্যপ্রয়োজনীয় প্রসাধনীর বিভিন্ন জিনিস পত্র নিয়ে বসেছে শতশত দোকানপাট। এছাড়া মেলায় শিশুসহ বিভিন্ন বয়সের মানুয়ের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা।

শেয়ার করুন