আলমগীর হোসেন : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় হেলেনা বেগম (৪৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে পূর্ব চান্দরা এলাকার শুকুর আলীর বাড়ির পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ।
নিহত হেলেনা জয়পুরহাটের কানাই উপজেলার ঘাটুরিয়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী। স্থানীয় পূর্ব চান্দরা এলাকার শুকুর আলীর বাড়িতে স্বামী-স্ত্রী দুইজনেই ভাড়ায় থেকে বিভিন্ন বাসায় রান্নার কাজ করতো।
কালিয়াকৈর থানার উপ-পরির্দশক (এসআই) মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিদিনের মত শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে বাসা থেকে হরিণহাটি এলাকায় রান্নার কাজ করতে বের হয় নিহত হেলেনা। পরে ভোরে রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তার মাথায় বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে রাতে কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।