আলমগীর হোসেন : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রুহুল আমীন (৩৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১১ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল উপজেলার মৌচাক যোগিতলা এলাকার আওলাদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে রহমত গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, রোববার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় পূর্বানী গার্মেন্টসের সামনে একটি অজ্ঞাত গাড়ি রুহুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।