আলমগীর হোসেন : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অজ্ঞাত গাড়িচাঁপায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডিভাইন গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
কোনাবাড়ি হাইওয়ে থানার সার্জেন্ট মো. সজিব সিকদার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ ডিভাইন গেট এলাকায় অজ্ঞাত গাড়িচাঁপায় অজ্ঞাত নামা ওই নারীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে কালো রংয়ের শার্ট এবং কালো রংয়ের প্যান্ট রয়েছে।
এছাড়া ওই নারীর গায়ে ছেড়া কাপড়, হাতে বেশ কয়েকটি আংটি রয়েছে এবং দুই পায়ে দুই ধরনের জুতা। ধারনা করা হচ্ছে নিহত ওই নারী মানসিক প্রতিবন্ধী (পাগল) ছিল বলেও জানান তিনি।