কালিয়াকৈরে মহাসড়ক আওয়ামীলীগের দখলে, কোন তৎপরতা নেই বিএনপির

0
1664
Print Friendly, PDF & Email

আলমগীর হোসেন : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমদের জন্য পাঠানো ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযেগে দায়েরকৃত মামলার রায়কে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈরে সকাল থেকেই আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

মহাসড়কে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কালিয়াকৈর বাসষ্টেশন, চন্দ্রা ত্রিমোড়,সফিপুর ও মৌচাক বাসষ্টেশন এলকায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা কিছুক্ষণ পর পর বিক্ষোভ মিছিল করে।

কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবীর বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। তবে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সারাদিন বিএনপি নেতাকর্মীদের কোন ধরনের তৎপরতা চোখে পরেনি। বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান ।

শেয়ার করুন