গাজীপুরের শ্রীপুরকে সবুজ ও পরিষ্কার রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

0
1630
Print Friendly, PDF & Email

আলমগীর হোসেন : গাজীপুরের শ্রীপুরকে সবুজ ও পরিষ্কার রাখতে দিনভর ব্যানার, ফেস্টুন, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচলনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার বিভিন্ন স্থানে সোমবার বেলা ১১টার থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহলে রানা। এসময় উপজেলা ভূমি অফিসের কর্মচারীরাসহ বিপুল সংখ্যাক আনসার ও পুলিশ সদস্যরা উচ্ছেদ অভিযানে অংশ নেয়।

সহকারি কমিশনার (ভূমি) মো.সোহেল রানা বলেন, ‘সবুজ শ্রীপুর’ ‘পরিষ্কার শ্রীপুর’ এই ভিশনকে সামনে রেখে দিনভর উপজেলার বিভিন্ন অঞ্চলে সরকারি স্থাপনা থেকে ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়। এরপর মাওনা চৌরাস্তা উঁড়াল সেতুর উপরে ও মহাসড়কের পাশে থাকা প্রায় দুই শতাধিক ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়।

তিনি আরো বলেন, ফুটপাত দিয়ে সাধারণ মানুষের চলাচল নির্বিঘœ করতে ঢাকা-ময়মসনসিংহ মহাসগকের মাওনা চৌরাস্তা এলাকায় সড়কের পাশে ফুটপাতে থাকা প্রায় ২০টির মত দোকানপাট উচ্ছেদ করা হয়। এ অভিযান প্রতি সপ্তাহে একদিন করা হবে।

শেয়ার করুন