আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে গাজীপুরে গণহত্যা দিবসে আলোচনা

0
1477
Print Friendly, PDF & Email

আলমগীর হোসেন : সেই ভয়াল কালরাতের আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে গাজীপুর সিটি পেস্রক্লাবের উদ্যোগে গতকাল রোববার ২৫মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১এর ২৫মার্চ ভয়াল কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর দেশজুড়ে চালানো গণহত্যার বিচার এবং দিনটির আন্তর্জাতিক স্বীকৃতির দাবী জানানো হয়।

রোববার ২৫মার্চ সন্ধ্যায় গাজীপুর সিটি প্রেসক্লাবে সভাপতি মঞ্জুর হোসেন মিলননের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপ কমিটির সদস্য(দপ্তর) মো: আনিছুর রহমান আরিফ। সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম ঢালী, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মনোয়ার হোসেন আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আব্দুল বাতেন, মো: মতিউর রহমান, মো: শহীদুল্লাহ মোল্লা, মো: হযরত আলী, মো: মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান, যুগ্ম সাধারন সম্পাদক আলমঙ্গীর হোসেন ও রেজাউল সরকার আধাঁর প্রমূখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন