আলমগীর হোসেন : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক শিল্পাঞ্চলে এটিএস এ্যাপারেলস লিমিটেড নামে তৈরি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় পুলিশ ও শ্রমিকের সংঘর্ষে শিল্প পুলিশের এক এসআইসহ দুই পুলিশ সদস্য এবং কমপক্ষে আরো অর্ধশতাধিক শ্রমিক আহত হয়।
রোববার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাকের এটিএস এ্যাপারেলস লিমিটেড নামে তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই শ্রমিককে গুলিবিদ্ধ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- ওই কারখানার সুইং অপারেটর সুমি খাতুন (২৫) ও আক্তার বেগম (৩০)।
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, দুজনকে পায়ে রাবার বুলেটবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানাযায়, কারখানার স্টাফদের তিন মাসের এবং শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এ নিয়ে গত দুদিন ধরে বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছিল তারা। এর জেরে রোববার সকাল থেকে ওই কারখানার ৪ হাজারেরও অধিক শ্রমিক ও স্টাফরা কারখানার অভ্যন্তরে কর্মবিরতি ও বিক্ষোভ করছিল। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের উপর লাঠি চার্জ শুরু করলে শ্রমিকরা পাল্টা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২১ রাউন্ড টিয়ারসেল ও শর্টগানের গুলি ছুড়ে শ্রমিকদের ছত্রবঙ্গ করে। এঘটনায় শিল্প পুলিশের এক এসআইসহ দুই পুলিশ সদস্য এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতলে ভর্তি করা হয়েছে।
শিল্প-পুলিশ গাজীপুর-২ এর সহকারী পুলিশ সুপার নুর আলম জানান, শ্রমিকদের বুঝিয়ে শান্ত করতে গেলে তারা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে শিল্প-পুলিশের এক এসআইসহ দুই পুলিশ আহত হয়েছে। পরে কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।