আলমগীর হোসেন : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তিন বছরের সাজাপ্রাপ্ত এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হলেন কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর গ্রামের আব্দুল হালিমের স্ত্রী রতনা বেগম ওরফে আন্নি (২৮)।
পুলিশ জানায়, ২০১৬ সালে উপজেলার সফিপুর এলাকা থেকে ফেন্সিডিল বিক্রির সময় গ্রেফতার করা হয় রতনা বেগমকে। পরে পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে ১৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলয় ২০১৬ সালেই গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড দেয়া হয়। দন্ড দেওয়ার আগের জামিনে কারাগার থেকে বের হয়ে রতনা পালিয়ে বেড়ায়। গোপন সংবাদে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত ওই আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।