আলমগীর হোসেন : গাজীপুরের কালিয়াকৈরে ৪টি ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা দেড় ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রনে আনে।
গত রোববার রাত ১০টার দিকে উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ারসার্ভিস এর পরিদর্শক মো. কবিরুল আলম জানান, রাত ১০টার দিকে উপজেলার চান্দরা পল্লীবিদ্যুৎ ডিভাইন গেট এলাকায় প্রথমে ফারুক নামের এক ব্যক্তির ঝুটের গোডাউনে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের আরো তিনটি আলমগীর, রাজন ও হারিজ খানের গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে কালিয়াকৈর ফায়ারসার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান এবং অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা যায়নি বলেও জানান তিনি। এছাড়া এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।