আলমগীর হোসেন : গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-ঘোড়াশাল সড়কের পাশে খাদে পড়ে যাওয়া একটি ট্রাকের নীচ থেকে সোমেল ওরুফে শিমুল (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরের উপজেলার দড়িপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিমুল নওগাঁ জেলার রজাগপুর এলাকার আনিসুর রহমান হুড়ার ছেলে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন জানান, গত ৬ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে নওগাঁ-শ্রীমঙ্গলগামী চাউল ভর্তি একটি ট্রাক টঙ্গী-ঘোড়াশাল সড়কের দড়িপাড়া নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে খাদে পড়া ট্রাক থেকে চাউল উদ্ধারের সময় ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মরদেহটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া ট্রাক ড্রাইভারের সহকারী (হেলপার) যুবকের।