আলমগীর হোসেন : গাজীপুরের টঙ্গীর কলেজ গেইট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক মারা গেছেন। মরদেহ টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
নিহত ওমর ফারুক টঙ্গীর সুরতরঙ্গ এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে।
টঙ্গী মডেল থানার ওসি মো. কামাল হোসেন জানান, প্রায় ৫ মাস আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ফারুক প্রতিপক্ষের লোকজনকে মারধর করে। এরই জের ধরে বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে সিটি করপোরেশনের টঙ্গীর কলেজ গেইট এলাকায় ওমর ফারুক অবস্থানকালে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কেউ আটক হয়নি, মরদেহের সুরতাহাল প্রতিবেদনসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।