গাজীপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

0
1654
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার হোতাপাড় এলাকায় ট্রাকের ধাক্কায় হুমায়ূন আহম্মেদ (২৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ূন গাজীপুর সদর উপজেলার মনিপুর নয়াপাড়া এলাকার মৃত মোছলেম উদ্দিনের ছেলে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অহিদুজ্জামান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে সকাল ৭টার দিকে বাইসাইকেলযোগে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন হুমায়ূন আহম্মেদ। এ সময় গাজীপুর সদর উপজেলার হোতাপাড় এলাকায় ফুয়াং কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তার সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং ট্রাকটি আটক করা হয়েছে।

নিহত হুমায়ূন ফুয়াং কারখানায় কাজ করতেন। সকালে ফুয়াং কারখানায় কাজের উদ্দেশে তিনি বাসা থেকে বের হয়েছিলেন।

শেয়ার করুন