সমন্বয়হীনতায় পিছিয়ে পড়া গাজীপুর নগরীকে এগিয়ে নেয়ার দায়িত্ব সংবাদ মাধ্যমের- এ্যাড. আজমত উল্লা খান

0
1463
Print Friendly, PDF & Email

আলমগীর হোসেন : পরিকল্পিত নগরী গঠনে সমন্বয়হীনতাকে দায়ী করে গাজীপুর নগরীর স্বপ্নদ্রষ্টা এ্যাড. আজমত উল্লা খান বলেন, পিছিয়ে পড়া অপরিকল্পত নগরীকে এগিয়ে নেয়ার দায়িত্ব সংবাদ মাধ্যমের।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি প্রেসক্লাবে ‘আমাদের গাজীপুর ডটকম’ অনলাইন পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সময়ের বাস্তবতাকে উপলব্ধি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার অতিনিকটে গাজীপুরকে সিটি কর্পোরেশনে উন্নীত করেন। কিন্তু পরবর্তীতে তার ধারাবাহিকতা লক্ষ্য করা যায়নি। সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের সমন্বয়হীনতার কারণে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী।

অনলাইন পত্রিকা ‘আমাদের গাজীপুর ডটকম’ এর প্রধান সম্পাদক সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ নেতা আব্দুল হাদী শামীম, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলহাজ্ব এ্যাড. মো: আমানত হোসেন খান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম, গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলন ও ট্যুরিজম বিষয়ক অনলাইন পত্রিকা ট্রাভেল কলিংস সম্পাদক মেহেদী হাসান সোহেল।

এছাড়া পত্রিকাটির প্রকাশক মো: বসির উদ্দিন ভূঁইয়া সহ স্থানিয় সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা সাংবাদিকদের প্রতি সমাজ গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।

শেয়ার করুন