বিনোদন ডেস্ক : ছবি নয়, তবে প্রেমছবি। এটি একটি টেলিছবি। তানজিন তিশা অভিনয় করলেন ‘প্রেমছবি’ নামে এই টেলিছবিতে। টেলিছবিটি রচনা করেছেন জাফরিন সাদিয়া ও পরিচালনা করেছেন রুবেল হাসান।
এতে তানজিন তিশার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে ইতোমধ্যেই এর শুটিং শেষ হয়েছে।
এতে আরও অভিনয় করেছেন খালেকুজ্জামান, জিয়াউল হাসান কিসলু, মৌ শিখা, সাবিহা জামান প্রমুখ। আসছে ঈদে টেলিছবিটি যেকোনো একটি চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক।