আলমগীর হোসেন : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চান্দরা পল্লীবিদ্যুৎ জোড়া পাম্প এলাকার ব্যাবসায়ী ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ইকবালকে অজ্ঞাত সন্ত্রাসীরা মুঠোফোনে প্রাণনাশের হুমকি প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে গত শনিবার রাতে জসিম উদ্দিন ইকবাল বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডাইরী (নং-৩১) করেছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ৩টার সময় চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকায় তার ব্যক্তিগত কার্যালয়ে বসে থাকা অবস্থায় অজ্ঞাত ব্যক্তি ০১৭৪২-২৪২৯৮৯ দিয়ে তার মুঠোফোনে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আগামী ৭দিনের মধ্যে গাজীপুর ছেড়ে চলে না গেলে খুন করে ফেলবে বলে হুমকি দেয়।
মোঃ জসিম উদ্দিন ইকবাল জানান, আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে এলাকা ছাড়ার কথা বলেছে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা আতংকের মধ্যে রয়েছি।