সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন

0
1536
Print Friendly, PDF & Email

আলমগীর হোসেন : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের সামনে সকালে বেসরকারী টেলিভিশন চ্যানেল আনন্দ টিভি’র পাবনা জেলা প্রতিনিধি সূবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানবন্ধনে নদীকে হত্যাসহ সারা দেশে সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এবং অভিলম্বে নির্যাতন কারীদের শাস্তিরদাবী জানান সাংবাদিক নেতারা।

এছাড়া গত শুক্রবার সন্ধ্যায় বাংলাটিভির ঝালকাঠি প্রতিনিধি নজরুল ইসলামের মাথায় এক যুবলীগ নেতার পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকির প্রতিবাদ জানানো হয়। হুমকি দাতা যুবলীগ নেতা মিঠুকে গ্রেফতার ও শাস্তির দাবী জানানো হয় মানববন্ধনে।

আনন্দ টেলিভিশনের কালিয়াকৈর প্রতিনিধি আফসার খাঁন বিপুলের সঞ্চালনায় কালিয়াকৈর প্রেসক্লাব সভাপতি আইয়ুব রানা’র সভাপত্বিতে এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি ইমারত হোসেন, সাধারণ সম্পাদক এম. তুষারী, যুগ্ম-সাধারণ সম্পাদক এম মাহবুব হাসান মেহেদী, আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, বিজয় টিভির প্রতিনিধি বিপ্লব হোসেন, মোহনা টিভির প্রতিনিধি আলহাজ হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি ডি এম সামান উদ্দিন, সাগর আহম্মেদ সহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন