ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরার একটি বাসার বদ্ধ রুম থেকে মো. খোকন মন্ডল (২৮) নামের এক নিরাপত্তা প্রহরীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তা জানাতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গত বুধবার রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২৯ নম্বর বাসার নিচতলার একটি কক্ষ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এ সময় কক্ষটির দরজা বাইরে থেকে লাগানো ছিল। নিহত খোকন ওই বাসার নিরাপত্তা প্রহরী ছিলেন।
কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তা এখনো জানা যায়নি তবে তদন্ত রিপোর্ট পাওয়ার পরই সঠিক তথ্য জানা যাবে বলে জানান ওই এসআই ।’