আলমগীর হোসেন : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান এলাকার অবৈধ করাতকলের(স’মিল) করাতে কাটাপড়ে মঞ্জু সরকার (৪৮) নামে এক শ্রমিকরে মৃতু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জু সরকার কালিয়াকৈর উপজেলার চাবাগান এলাকার মৃত. ইজ্জত উল্যাহর ছেলে।
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো: মিনহাজ উদ্দিন জানান, ঠেঙ্গারবান এলাকার সোহরাব উদ্দিনের মালিকানাধীন করাতকলে বিকেল সাড়ে তিনটার দিকে কয়েকজন শ্রমিক কাঠ চেরাই করছিলেন। ওই সময় হঠাৎ পা পিছলে করাতের ওপর পড়ে যায় মঞ্জু এতে তার ঘাড় ও কাঁধের বেশিরভাগ অংশ কেটে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তিনি আরো জানান, আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাছিম কবির বলেন, সোহরাব স’মিলটি ভাড়ায় নিয়ে পরিচালনা করে। স’মিলটির কোন অনুমোদন বা লাইসেন্সনেই বলেও জানান তিনি।