আলমগীর হোসেন : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের জালশুকা এলাকার চাঁন মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীকে অপহরন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে বাড়ীতে যাওয়ার সময় অপহরণকারীরা তাকে অপহরণ করে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। এদিকে অপহরনের ৩৮ ঘন্টা অতিবাহিত হলেও উদ্ধার হয়নি অপহৃত ব্যাক্তি।
চানমিয়া উপজেলার জালশুকা এলাকার মৃত-আব্দুল হামিদের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে সিফাত ড্রিংকিং ওয়াটার এন্ড বেভারেজ কোম্পানী নামে একটি প্রতিষ্ঠানে পার্টনারশীপে ব্যবসা করে আসছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পরেরর দিন থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
সরেজমিনে ও তথ্যসূত্রে জানা যায়, উপজেলার জালশুকা এলাকায় নিখোঁজের স্ত্রী সাহিদা আক্তার, শাকিবুল হাসান শাওন ও শ্রাবন নামে দু’ছেলেকে নিয়ে চাঁন মিয়ার সংসার। তিনি উত্তর বঙ্গের যাত্রীবাহী বাসের মালিক ছিলেন। পরে বাস গাড়ীটি বিক্রি করে দিয়ে সিফাত ড্রিংকিং ওয়াটার এন্ড বেভারেজ কোম্পানীর প্রতিষ্ঠানের সাথে যৌথ ব্যবসা শুরু করেন। কারখানার কাজ শেষে মঙ্গলবার রাত ১০টায় বাড়ী যান চান মিয়া। খাওয়া দাওয়া শেষে তিনি পুনরায় ওই কারখানার উদ্দেশ্যে বেড়িয়ে যায়। কিন্তু তিনি আর ওই রাতে বাড়ী ফিরেনি। এরপর সকালে এলাকার লোকজন তার বাড়ীর পাশে জুতা ও মোবাইল পরে থাকতে দেখে তার পরিবারকে বিষয়টি জানায়।
এ দিকে পাশের ডিজিটাল সোয়েটার কারখানার নিরাপওাকর্মী আবুল কালাম রাতেই শুনতে পান কে একজন বলছে আমাকে মেরে ফেলবেন না। পরে এর কিছুক্ষন পর তার আর কোন সারা শব্দ পাওয়া যায়নি। তার পর থেকে ব্যবসায়ী চাঁন মিয়া নিখোঁজ রয়েছে।
অপহৃত চাঁন মিয়ার স্ত্রী সাহিদা বলেন, কিছুদিন যাবত ব্যবসা নিয়ে তার পার্টনারের সাথে বিরোধ চলছিল। আর সে কারনেই কয়েকদিন যাবত কারখানা থেকে বাড়ীতে এসে সে সবসময় চিন্তামগ্ন থাকতো। কি কারনে সে কেন চিন্তামগ্ন থাকতো এ বিষয়ে জানতে চাইলে চাঁন মিযার স্ত্রী বলেল, বিষয়টি আপনাদেরকে পরে জানাবো। কিন্তু চাঁনমিয়া ওইদিন রাতে বের হয়ে আর বাড়ী ফিরে আসেনি। পরের দিন সকালে বাড়ী থেকে একটু দুরে তার জুতা ও মোবাইল পড়ে থাকতে দেখা যায়। ধারনা করা হচ্ছে কেউ তাকে অপহরণ করে নিয়ে গেছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম বলেন, ঘটনাটি শুনেছি তবে এটি অপহরন না আত্মগোপন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া এঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।