আলমগীর হোসেন : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় ৫ বছরের এক শিশু কন্যা ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় নারী ও শিশু র্নিযাতন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গিতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে এঘটনাটি ঘটে । অভিযুক্ত জসিম (৩৫) বরিশালের মেদিগঞ্জ উপজেলার বাহাদুর গ্রামের সালাম মিয়ার ছেলে। সে ওই এলাকায় থেকে মুদি দোকানের ব্যবসা করে আসছে।
জানা যায়, শিশুটি তার বাবা মার সাথে ওই এলাকায় মন্টুর বাড়িতে ভাড়া থাকে ও গুড মর্নিং স্কুলে নার্সারী শ্রেণিতে লেখাপড়া করে। স্কুল শেষে বাসা থেকে একটু দূরে প্রাইভেট পরতে যায়। ওই দিন বিকেল বেলা শিশুটি প্রাইভেট শেষ করে বাসায় ফেরার সময় ওই এলাকার সালাম মিয়ার ছেলে জসিম (৩৫) তার মুদি দোকানের ভিতর শিশুটিকে জোর করে নিয়ে যায় এবং জোরর্পূবক ধর্ষণ করে। পরে শিশুটির কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে স্থানীয় কয়েকজন এগিয়ে গেলে লম্পট জসিম কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ওই শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়।
স্থানীরা জানান, ওই লম্পট কিছুদিন আগে সন্ত্রাসীদের গুলিতে নিহত জসিমের সহচর ছিল । সে জসিমের সহযোগিতায় বনের জমি দখল করে বসত ঘর ও দোকান নির্মান করেছে। এছাড়াও সে মাদক ব্যবসা ও জুয়ার সাথে জরিত বলেও অভিযোগ রয়েছে জানান এলাকাবাসী।
এব্যাপারে ওই শিশুর বাবা জানায়, সে পেশায় রাজমিস্ত্রি ও তার স্ত্রী গার্মেন্টস কর্মী। তারা সকালে কাজে যায় রাতে বাসায় ফিরে। তার মেয়ে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার সময় ওই লম্পট জোরর্পুবক তার শিশু কন্যাকে ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজনের মাধমে খবর পেয়ে বাসায় ফিরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করি।
কালিয়াকৈর থানার উপ-পরিদশক (এসআই) রাজা মিয়া মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করেছেন।এছাড়া অভিযুক্ত আসামীকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।