গাজীপুর সংবাদদাতা : জেলার কালীগঞ্জেের জামালপুর নগরপাড়া মসজিদের সামনে অবৈধ লড়ি চাপায় আমজাদ হোসেন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
সোমবার সকালে এ সড়ক দূর্ঘনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক মাস্টার।
নিহত আমজাদ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের হাছেন আলীর ছেলে। তিনি উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের জনতা জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতো।
মোক্তারপুর ইউপি সদস্য আব্দুল হেকিম জানান, সকাল ৬টার দিকে ইজিবাইক দিয়ে জুট মিলে আসছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া গতির একটি লড়ি এসে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা লড়িটি আটক করেছে। নিহতের পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় বিষয়টি পারিবারিকভাবে মিমাংসা প্রক্রিয়া চলছে। থানায় খবর দেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া সাংবাদিকদের জানান, বিষয়টি তার জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে জানার পর খবর নেওয়ার জন্য পুলিশ পাঠিয়েছেন। কিন্তু তারা কোন খবর দিতে পারেননি।