গাজীপুরের তিনটি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
1633
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ : ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের তিনটি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বৃহস্পতিবার সকালে গণভবন থেকে গাজীপুর জেলার ৩টিসহ দেশের ৬টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩১টি প্রকল্পের উদ্বোধন করেন।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে গাজীপুরে উন্নয়নের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে প্রধানমন্ত্রী স্থানীয় একজন সাংবাদিকের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে দৈনিক ইত্তেফাকের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি এম. আসাদুজ্জামান সাদ জেলার বিভিন্ন উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পরে শ্রীপুরের কৃষক আব্দুল মালেক বক্তব্য রাখেন। এ সময় প্রধানমন্ত্রী গাজীপুরে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কাজ গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

গাজীপুরে যে প্রকল্পগুলোর উদ্বোধন করা হয়েছে সেগুলো হলো- গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় রাবেয়া আনোয়ার মাতৃসদন কেন্দ্র ও নীলের পাড়া এলাকায় হালিমা তাইজুদ্দিন নগর স্বাস্থ্য কেন্দ্র এবং গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শীতলক্ষ্যা নদীর ওপর বরমী ও সিংহশ্রী বাজারে সংযোগকারী একটি সেতু।

শেয়ার করুন