গাজীপুরে প্লাস্টিক কারখানায় অফিস কক্ষে অগ্নিকান্ড

0
1077
Print Friendly, PDF & Email

আলমগীর হোসেন : গাজীপুরের সিটি করপোরেশনের টঙ্গী ফকির মার্কেট বিসিক এলাকায় ‘কিউপেইল লিমিটেড’ নামক একটি প্লাস্টিক কারখানার অফিস কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, টঙ্গীর বিসিক এলাকায় ‘কিউপেইল লিমিটেড’ প্লাস্টিক কারখানায় বৈদ্যুতিক শটসার্কিট হয়ে ওই অফিস কক্ষে আগুন লাগে। প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, আগুনে কারখানার ওই অফিসের কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষনিক আগুনে পুরে ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

শেয়ার করুন