গাজীপুরে ৬ বছরের শিশু অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে হত্যা

0
1410
Print Friendly, PDF & Email

আলমগীর হোসেন : গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে আব্দুল্লাহ আল নোমান (৬) নামের এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টাবর) দুপুরে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশু নোমান গাজীপুর সদর থানার বানিয়ারচালা এলাকার লোকমান হোসেনের ছেলে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন জানান, বুধবার (১০ অক্টাবর) বিকেলে নোমানকে বাসা থেকে অপহরণ করে তাদের বাড়ির ভাড়াটিয়া বাবুল হোসেন। পরে তার পরিবারের কাছে মুক্তিপন দাবি করে। এক পর্যায়ে মুক্তিপনের টাকা না দিয়ে নোমানের পরিবার জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করে। পরে পুলিশ বৃহস্পতিবার সকালে বাবুল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এসময় বাবুল পুলিশের কাছে নোমানকে হত্যার কথা স্বীকারুক্তি দেয় এবং মরদেহের সন্ধান দেয়। পরে দুপুরে গাজীপুরা এলাকা থেকে নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।

শেয়ার করুন