শ্রীপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে অনৈতিক প্রস্তাব : প্রধান শিক্ষক বরখাস্ত

0
1369
Print Friendly, PDF & Email

তুহিন মোল্লা : অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়া ফোনালাপ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি।

অভিযোগ প্রকাশ্যে আসার পর সোমবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সভা ডাকের বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

রুদ্ধদ্বার বৈঠকে অভিযুক্ত প্রধান শিক্ষককে বরখাস্ত করে পরিচালনা পর্ষদ। বৈঠকে প্রধান শিক্ষক সিরাজুল হক ছাড়াও পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মোঃ আজিুলল হক, দাতা সদস্য কবির হোসেন মন্ডল ও শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিভাবকরা জানান, সম্প্রতি বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পড়ুয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠির এক ছাত্রীকে ফোনে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন প্রধান শিক্ষক সিরাজুল হক। ওই ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাশ বর্জন করে বিক্ষোভ শুরু করে।

শেয়ার করুন