আশুলিয়ায় মস্তকবিহীন ৮ টুকরো লাশ উদ্ধার

0
1587
Print Friendly, PDF & Email

সংবাদদাতা, সাভার : ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে এক ব্যক্তির মাথাবিহীন আট টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, হত্যার পর টুকরোগুলো কয়েকদিন ফ্রিজে রাখা হয়েছিল।

সোমবার বেলা ১১টার দিকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সকালে পথচারীরা পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েক টুকরো মানবদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে টুকরোগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দীপু জানান, লাশের মাথার সন্ধান না পাওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সহজ হবে।

শেয়ার করুন