ইসি নিরপেক্ষ হলে বিজয় সুনিশ্চিত : মির্জা ফখরুল

0
1897
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ : সরকার ও নির্বাচন কমিশন বাধা হয়ে না দাঁড়ালে এবং জনগন স্বাধীন ভাবে তাদের ভোট দিতে পারলে নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় সুনিশ্চিত বলে দাবি করেছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত রবিবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে ড. কামালের চেম্বারে ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।

বৈঠকে ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরাম নেতা মোস্তফা মহসীন মন্টু ও সুব্রত চৌধুরীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আসন বণ্টন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের সঙ্গে আলাপ আলোচনা চলছে, শিগগিরই বিষয়টি সুরাহা হবে। ২৮ নভেম্বরের মধ্যে বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করবে বিএনপি।

শেয়ার করুন