কালিয়াকৈরে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী সকলের আস্থাভাজন কামাল উদ্দিন সিকদারের মত বিনিময় সভা

0
1606
Print Friendly, PDF & Email

আলমগীর হোসেন : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সফিপুর বাজার এলাকায় শনিবার দুপুরে গাজীপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও সাধারন মানুষের আস্থার প্রতিক কামাল উদ্দিন সিকদারের সাথে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি নুরমোহাম্মদ আব্দুল হালিম এবং সাধারন সম্পাদক মোঃ আমিরুল ইসলাম লিংকন সভার সঞ্চালনা করেন।

সভায় গাজীপুর-১ আসনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশি মোঃ কামাল উদ্দিন সিকদার জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে একটি সোনার বাংলা গড়ার যে সপ্ন দেখেছিলেন আমি তার সেই সপ্নকে বুকের ভেতর লালন করে এবং তার আদর্শকে হৃদয়ে ধারন করে আওয়ামী পরিবারের সাথে জীবনের ৪০টি বছর অতিক্রম করে আসছি। সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও আওয়ামীলীগের সভানেত্রী, দেশনেত্রী এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশসহ দেশকে বিশ্বের দরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যে কর্মসূচি বা মিশন, যার জন্য তিনি রাতদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেই মিশনের অগ্রজাত্রায় নিজেকে নিয়োজিত রেখে প্রতিজ্ঞাবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকার সফলতার সাথে দেশের শিক্ষা, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক উন্নয়নের দিক চিন্তাসহ বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে একের পর এক কর্মসূচি গ্রহন এবং বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে সপ্ন তা বাস্তবায়নের লক্ষ্যে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সকল অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দেওয়ার দাবী জানিয়েছেন। সেই সাথে আওয়ামীলীগের দলিয় সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের সকল সাধারন মানুষকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সকল অপশক্তিকে রুখে দেশকে উন্নয়ন সমৃদ্ধশালী ভাবে একটি উন্নত রাষ্ট্র গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা বা মিশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি এ অগ্রজাত্রার সফলতা কামনা করেন।

পরে তিনি দেশের এ উন্নয়ন অগ্রজাত্রার অগ্রপথিক হয়ে এটিকে আরো বেগবান করতে দল এবং দলিয় সভানেত্রী শেখ হাসিনার কাছে গাজীপুর-১ আসনে আওয়ামীলীগের দলিয় প্রতিক নৌকার মনোনয়ন প্রত্যাশা করেন। পরে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে সপ্ন তা বাস্তবায়নের লক্ষ্যে এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সন্ত্রাস, জঙ্গিবাদসহ যেকোন অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি তার জীবনও দিতে হয় তার জন্য সর্বদা প্রস্তুত আছেন বলে জানান তিনি।

এ সময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হাবিববুর রহমান সিকদার, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আজাদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ হাসিনা বেগম, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আলেয়া বেগম, আব্দুল লতিফ, শ্রীফলতলী ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আইয়ুব রানা, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন, শেখ হাবিবুর রহমান, আমিরুল ইসলাম লিংকন প্রমুখ।

সভা শেষে গাজীপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কামাল উদ্দিন সিকদার সফিপুর বাজার এলাকায়সহ উপস্থিত সকলের মাঝে লিফলেট বিতরনসহ সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তোলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগকে বিপুল ভোটে জয়ী করে সরকার গঠন করার সুযোগ প্রদানের আহবান জানান।

শেয়ার করুন