আলমগীর হোসেন : গাজীপুরের কালিয়াকৈরে ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সম্রাট আকবরসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
গত রবিবার রাতে উপজেলার সফিপুর এলাকা থেকে ইয়াবাসহ ডিবি পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পরে সোমবার দুপুরে তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আটককৃতরা হলেন, আকবর আলী (৩৬) বরিশাল জেলার উজিরপুর থানার ভবানীপুর এলাকার মৃত-কাদের মোল্লার ছেলে। সে উপজেলার সফিপুর মালেকস্পিনিং এলাকায় বোনের বাড়িতে থাকেন। আনোয়ার হোসেন বাবু (২৮) কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার মৃত-শাহ আলমের ছেলে ।
গাজীপুর ডিপি পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার রাতে গাজীপুর ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ টীম কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে আকবর আলী ও আনোয়ার হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে ৩০পিচ ইয়াবাসহ আটক করা হয় ।
পরে সোমবার দুপুরে তাদেরকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।