গাজীপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

0
1627
Print Friendly, PDF & Email

তুহিন মোল্লা : গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা এলাকা থেকে ২৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে পুলিশ অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজমুল হুদা জানান, সিটি করপোরেশনের পশ্চিম গাজীপুরা এলাকায় অলি মিয়ার টিনশেড বাসা বাড়ির একটি কক্ষ ভাড়া নেয় অজ্ঞাতপরিচয় ২৬বছর বয়সী এক যুবক। পরে গত দু’দিন আগে তার ভাড়া বাসায় ওই নারীকে নিয়ে আসে। রোববার সকালে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্খানীয়রা। খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাধমিক ভাবে ধারণা করা হচ্ছে, গতকাল শনিবার দিন রাতের কোন এক সময় ওই যুবক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছেন। নিহতের গলার বাম পাশে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের কারো পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন