আলমগীর হোসেন : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় ট্রাক চাপায় তুষার (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত তুষার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার তিস্তার হাট এলাকার হরমুজ আলীর ছেলে। নিহত তুষার বাবা-মায়ের সাথে গাজীপুর সিটি করপোরেশনের পূর্বমৌচাক একলাকায় ওহাব মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থেকে মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের বানিজ্য বিভাগে লেখা পড়া করতো।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যায় তুষার মৌচাক থেকে অটো ভ্যান রিকশা যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কোনাবাড়ি যাচ্ছিল। এসময় অটোভ্যানটি কোনাবাড়ি জেলখান গেট এলাকায় পৌছলে অটোভ্যানটি উল্টে পড়ে যায়। এসময় একই দিক থেকে আসা ঢাকা গামী দ্রুত গতীর একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই ছাত্র মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে । তিনি আরও বলেন, দূর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালকে আটক করা হয়েছে।