গাজীপুরে ট্রেনের ধাক্কায় শিক্ষানবিস আইনজীবী নিহত

0
1104
Print Friendly, PDF & Email

আলমগীর হোসেন : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষানবিস আইনজীবী নিহত হয়েছেন।

রোববার বিকেলে কালীগঞ্জের কামারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুব্রত এজি সরেন (৪৬) রাজশাহী নগরের বাজপাড়া থানার ৩২ নম্বর পূর্ব মহিষ বাথানের বাসিন্দা ফ্রান্সিস সরেনের ছেলে এবং ঢাকা জজ কোর্টের শিক্ষানবিস আইনজীবী।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির এএসআই শাহ আলম জানান, বিকালে কালীগঞ্জের শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল যোগে পাশের গ্রামে এক শালিসে যাচ্ছিলেন তিনি।

“কামারগাঁও রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী এগারসিন্দু এক্সপ্রেস ট্রেন তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করে স্বজনদের কাছে লাশ হাস্তন্তর করা হয়েছে বলে এএসআই শাহ আলম জানান।

শেয়ার করুন