আলমগীর হোসেন : গাজীপুরে হাইড্রোলিক ড্রাম ট্রাক বিদ্যুতায়িত হয়ে চালক মো: রুবেল মিয়া ( ৩০) ও হেলপার মো: জাহাঙ্গীর আলম (৫০) মৃত্যু হয়েছে। জানা গেছে, তাদের দুজনেরই বাড়ি ভোলায় জেলায়। তবে এখনও তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকা বাইপাস সড়কের সিটি করপোরেশনের ঝাঁঝর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: জাকির হোসেন জানান, হাইড্রোলিক ড্রাম ট্রাকটি দিয়ে ঝাঁঝর এলাকায় মাটি ফেলার কাজ চলছিল। রাত সোয়া ১টার দিকে ড্রাম ট্রাকের পেছনের অংশ উচু করে মাটি ফেলার সময় বাইপাস সড়কের পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে ট্রাকটিতে আগুন ধরে যায়। এসময় ওই ট্রাকের চালক ও হেলপার বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং ট্রাকটির চালক ও হেলপারের লাশ উদ্ধার করে।