তুহিন মোল্লা : গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সুমন (৩০) নামের এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে এবং মো. হাসিব সরকার হিমেল (২৫) নামের আরও একজন আহত হয়েছেন।
রোববার সকালে সিটি করপোরেশনের বরুদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সুমন জামালপুর দেওয়ানগঞ্জ এলাকার আইয়ুব আলীর ছেলে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন ও স্থানীয়রা জানান, ওই দুই মিস্ত্রী বরুদা এলাকার আজিজুল হকের চারতলা ভবনের সামনের অংশে রংয়ের কাজ করছিল। সকাল পৌনে ১০টার দিকে ওই ভবনের পাশ দিয়ে যাওয়া ১১০০ ভোন্টের বিদ্যুতের তারের স্পর্শে ওই দুইজন বিদ্যুতায়িত হয়ে সুমন নিচে পড়ে যান। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। হাসিব সরকার হিমেলকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।