ডেস্ক নিউজ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা এবং পর্যবেক্ষণ সমন্বয় উপ-কমিটি গঠন করা হয়েছে।
উপ-কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্রলীগ নেতা রাজিব আহমেদ রাসেলকে সদস্য নির্বাচিত করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
রাজিব আহমেদ জাবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে ৮ই নভেম্বর ও ভোট হবে ৩০ই ডিসেম্বর। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও অন্যান্য দল মনোনয়ন ফরম সংগ্রহ, বিক্রি ও জমাদান শেষ করেছে।