মিলন-আইরিনের ‘সেভ লাইফ’

0
2368
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক : এবার ‘সেভ লাইফ’ নামের একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন জনপ্রিয় অভিনয় শিল্পী আনিসুর রহমান মিলন এবং চিত্রনায়িকা আইরিন সুলতানা। ‘সেভ লাইফ’ নামের সিনেমায় তাদেরকে একসঙ্গে দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করছেন কাজী আমিরুল ইসলাম শোভা।

গত ১১ নভেম্বর থেকে রাজধানীর বঙ্গবাজারের পাশে অবস্থিত ফায়ার সার্ভিসের অফিসে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে আইরিনকে ফায়ার সার্ভিসের কর্মী হিসেবে দেখা যাবে। এ প্রসঙ্গে আইরিন সুলতানা বলেন, ‘‘সেভ লাইফ’ সিনেমায় জয়া চরিত্রে অভিনয় করছি। এতে একজন তরুণ ফায়ার সার্ভিসকর্মী হিসেবে সবময় মানুষের জন্য কাজ করি। চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে। কাজটি করেও আনন্দ পাচ্ছি।’

এর আগে মিলন-আইরিন জুটি ‘টার্গেট’ সিনেমায় অভিনয় করেন। আনিসুর রহমান মিলন অভিনীত ‘স্বপ্নের ঘড়’ সিনেমাটি শুটিং শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এদিকে ‘রৌদ্র্র ছায়া’, ‘ভোলা’, ‘গন্তব্য’, ‘আহারে জীবন’, ‘পদ্মার প্রেম’ সিনেমার কাজ করছেন আইরিন।

শেয়ার করুন