ডেস্ক নিউজ ঢাকা : রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ৮ সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাব। তারা সবাই নিষিদ্ধ এ জঙ্গি সংগঠনটির র্যাডিকেল ইয়ুথ গ্রুপের সদস্য।
রবিবার দিনগত রাতে র্যাব-১ ও র্যাব-২ যৌথ অভিযান পরিচালনা করে রাজধানীর কলাবাগান, বসুন্ধরা ও মোহাম্মদপুর এলাকা হতে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও ল্যাপটপ জব্দ করা হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।