ডেস্ক নিউজ : এবার ‘লেটস টক’ অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি তরুণদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই অনুষ্ঠানের মাধ্যমে বহুবার তরুণ প্রজন্মের সঙ্গে কথা বললেও, এই প্রথম তরুণদের মুখোমুখি হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তরুণদের স্বপ্নের কথা, স্বপ্ন পূরণের কথা, বাংলাদেশ নিয়ে তরুণ প্রজন্মের স্বপ্নের কথা শুনবেন। একই সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নিজের ভাবনার কথাও জানাবেন তিনি।
আগামী শুক্রবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় গণভবনে ‘লেটস টক’ অনুষ্ঠানটি হবে। বাংলাদেশ টেলিভিশনসহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
সারাদেশ থেকে বাছাই করা ১৫০ জন তরুণ এই অনুষ্ঠানে অংশ নেবেন। পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী এসব তরুণদের মতামত শোনার পাশাপাশি তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী এভাবে তরুণদের মুখোমুখি হতে যাচ্ছেন।