কালিয়াকৈরে আ’লীগের নির্বাচনী সভায় নৌকার ভোট চাইলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম

0
1422
Print Friendly, PDF & Email

আলমগীর হোসেন : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার বিকেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-১ আসনের নির্বাচনী এলাকা সফিপুর বাজার এলাকায় নৌকার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. কামাল উদ্দিন সিকদার। সভায় বক্তব্য রাখেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, গাজীপুর জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মান্নান শরীফ, সফিপুর বাজার সমিতির সভাপতি নুর মোহাম্মদ আব্দুল হালিম, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম লিংকন, নুরুজ্জামান চিশতী, আলেয়া বেগম প্রমুখ।

সভায় একাদশ সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে নৌকার প্রার্থী মুক্তিযুদ্ধ ও ধর্মমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ভোট দেওয়ার আহবান জানান।

শেয়ার করুন