আলমগীর হোসেন : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় মুখরিত দেশের আনাচে-কানাচে। শিল্প অধ্যুষিত গাজীপুর-১ আসনেও প্রার্থীরা শুরু করেছে নির্বাচনী প্রচার-প্রচারণা।
আজ বুধবার দুপুরে আ’লীগের প্রার্থী আ.ক.ম মোজাম্মেল হক এর প্রচার গাড়িতে ও সমর্থকদের উপর বিএনপির প্রার্থী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ এনে বিকেলে সংবাদ সম্মেলন করেছে আ’লীগ। পক্ষান্তরে আ’লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ এনে দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপি ।
আজ দুপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুর এবং কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুত এলাকায় পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটে বলে পৃথক সংবাদ সম্মেলনে তুলে ধরেন আ’লীগ ও বিএনপি।
খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আজ বুধবার সকালে উপজেলার সফিপুর বাজার ধানের শীষের পক্ষে গনসংযোগ করতে আসে বিএনপির প্রার্থী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী ও তার সমর্থকরা। এসময় আ’লীগ প্রার্থীর পক্ষে একটি মিছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করছিল। হঠাৎ করেই মিছিল থেকে কয়েকজন যুবক বিএনপি প্রার্থীর সমর্থকদের উপর হামলা করে।
পরে বিএনপি প্রার্থী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী তার সমর্থকদের নিয়ে কালিয়াকৈর পৌর ও উপজেলার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে।
বিএনপি প্রার্থী চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী বলেন, ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সংযত না হলে সংঘাতসহ বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারতো। বিষয়টি প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের হস্তক্ষেপ দাবী করছি।
এদিকে, বিএনপি প্রার্থীর সমর্থকরা আ’লীগের কয়েকটি প্রচার গাড়ি ভাংচুর ও সমর্থকদের উপর হামলা করেছে এমন অভিযোগ এনে বিকেলে সংবাদ সম্মেলন করে আ’লীগ।
গাজীপুর-১ এ আ’লীগের নির্বাচনী মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সেলিম আজাদ সংবাদ সম্মেলনে বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামি ৩০শে ডিসেম্বর। সেই হিসেবে আজ নৌকার প্রার্থী পক্ষে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণার জন্য বের হলে বিএনপি প্রার্থীর সমর্থকরা নৌকার স্টিকার সম্বলিত কয়েকটি গাড়ি ভাংচুর করে। আ’লীগের নেতা-কর্মীদের উপর হামলা চালায়।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচন থেকে সড়্র যাওয়ার পায়তারা করছে। আর সেই ধারাবাহিকতায় তারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।