কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

0
1201
Print Friendly, PDF & Email

আলমগীর হোসেন : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি আব্দুল হাই (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে ।

রোববার দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় । মৃত. আব্দুল হাই মুন্সিগঞ্জের লৌহজং থানার সাঙ্গারদি এলাকার বাসিন্দা ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার দেওয়ান তারিকুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন আব্দুল হাই । নিহত আব্দুল হাই বিমানবন্দর থানায় মাদক মামলার আসামি ছিলেন ।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে শ্বাসকষ্ট হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি । এ সময় প্রথমে তাকে জেলখানার কারা হাসপাতাল নেওয়া হয় । সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন ।

শেয়ার করুন