গাজীপুরের সার্কেল এএসপি শাহিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি

0
1644
Print Friendly, PDF & Email

আলমগীর হোসেন : গাজীপুরে বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা মামলাসহ আলোচিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আলোচনায় আসা পুলিশ অফিসার সার্কেল এএসপি শাহিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার (২০ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২৬৮ জনকে এই পদোন্নতি দেওয়া হয়।

গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়া উপজেলার শাহিদুল ইসলাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়া লেখা করে ৩১ তম বিসিএসের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, যে সব কর্মকর্তারা শান্তিরক্ষা মিশন, শিক্ষাছুটি বা প্রেষণ এবং লিয়েনে কর্মরত রয়েছেন সে সব কর্মকর্তা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে এবং প্রকৃত যোগদানের তারিখের আগে কোনও আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন