তুহিন মোল্লা : গাজীপুর সিটি করপোরেশনের হারিনাল এলাকায় লিয়াকত হোসেন (৪২) নামে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুর ২টার দিকে হারিনাল এলাকায় ভোটকেন্দ্রের এ হত্যার ঘটনা ঘটে। নিহত লিয়াকত গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে হারিনাল এলাকায় ভোটকেন্দ্রের পাশে বসেছিলেন লিয়াকত। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে লিয়াকতকে আহত করেন কয়েকজন দুর্বৃত্তরা। পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তরায় অবস্থিত লেক ভিউ স্পেশালাইজড হসপিটালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।