আলমগীর হোসেন : ঢাকা-চট্রগ্রাম রেললাইনের সিটি করপোরেশনের পূবাইল এলাকায় ট্রেনের ধাক্কায় রাব্বি মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেললাইনের পূবাইল রেলস্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌছে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়
নিহত রাব্বি মিয়া ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার মালিডাঙ্গা এলাকার মোতালেব মিয়ার ছেলে এবং তিনি পূবাইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, ঢাকা-চট্রগ্রাম রেল লাইনের পূবাইল রেলস্টেশন এলাকার পশে বেলা ১১টার দিকে রাব্বি পায়ে হেটে রেললাইন পার হচ্ছিলেন। এসময় একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ দুপুর আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।